Makeup Magic by Service Wallah

"পার্টি মেকআপ করার ৭টি সহজ টিপস – ঘরেই প্রফেশনাল লুক!

পার্টি থাকলেই সাজগোজের চিন্তা শুরু হয়ে যায়। সবাই চায় একটা প্রফেশনাল মেকআপ লুক, কিন্তু বিউটি পার্লারে যাওয়ার সময় না-থাকলে?
চিন্তার কিছু নেই! Service Wallah দিচ্ছে ৭টি সহজ মেকআপ টিপস, যেটা আপনি ঘরেই করে নিতে পারবেন:

✅ ১. স্কিন প্রিপ (ময়েশ্চারাইজার + প্রাইমার)
✅ ২. লাইটওয়েট ফাউন্ডেশন বেছে নিন
✅ ৩. চোখের জন্য স্মোকি আইলুক ট্রাই করুন
✅ ৪. লিপস্টিকের সাথে ম্যাচ করে ব্লাশ ব্যবহার করুন
✅ ৫. হাইলাইটার দিন গালে ও নাকে হালকা করে
✅ ৬. মেকআপ ফিক্সার দিয়ে সেট করুন
✅ ৭. এক্সট্রা গ্ল্যামের জন্য Service Wallah মেকআপ আর্টিস্ট বুক করুন!

👉 বাড়িতে বসে প্রফেশনাল মেকআপ সার্ভিস পেতে আজই আমাদের বুক করুন।

 

Comments